মাদারীপুরে সংস্কৃতিমন্ত্রী

সন্তানদের মানুষ না করতে পারলে জঙ্গিবাদীরা সুযোগ নেবে

Looks like you've blocked notifications!
সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। ছবি : এনটিভি

সন্তানদের মানুষ হিসেবে গড়ে তুলতে হবে, নয়তো জঙ্গিবাদের হোতারা তাদের মস্তিষ্কে প্রবেশ করার পথ খুঁজে বের করবে বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

আজ শনিবার দুপুরে সৃজনশীল বাংলাদেশ আয়োজিত মাদারীপুর জেলা শিল্পকলা একাডেমি ভবন উদ্বোধনকালে মন্ত্রী এসব কথা বলেন। এ সময় নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান উপস্থিত ছিলেন।

সংস্কৃতিমন্ত্রী আরো বলেন, ‘আমাদের সন্তানদের সেভাবে মানুষ করতে হবে- তারা গান শুনবে, কবিতা পড়বে, ছবি আঁকবে, নাটক দেখবে, পাশাপাশি লেখাপড়া করবে। তাহলেই সে সম্পূর্ণ মানুষ হবে। আর এই সম্পূর্ণ মানুষই আমাদের দরকার।’

‘এই সম্পূর্ণ মানুষ তৈরি করার প্রক্রিয়াটা প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা শুরু করেছি। আপনাদের সহযোগিতা ছাড়া তা সম্ভব নয়। এই জায়গায় যদি আমরা দুর্বল হই, তাহলে বাংলাদেশের জঙ্গিবাদের হোতারা তাদের মস্তিষ্কে প্রবেশ করার পথ খুঁজে বের করবে’, যোগ করেন সংস্কৃতিমন্ত্রী।

মাদারীপুরের জেলা প্রশাসক কামালউদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে এ সময় সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব আকতারী মমতাজ, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রী জেলা শিল্পকলা একাডেমির পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।