পাটুরিয়ায় বাসচাপায় নারী নিহত, আহত ২
মানিকগঞ্জের শিবালয়ে বাসে উঠতে গিয়ে চাকার নিচে পিষ্ট হয়ে হাবিবা সিদ্দিকী দীঘি (৩২) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ দুজন আহত হয়েছেন। আজ শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে পাটুরিয়া ফেরিঘাটে এ ঘটনা ঘটে।
দীঘি ঢাকার দক্ষিণ ধনিয়ার ৪২১ নূরপুর মহল্লার খালেদ হোসেনের স্ত্রী। দুর্ঘটনায় তাঁর ছেলে মুমতাহিনা রামিম (৪) ও ভাই এজাজ হোসেন (৩০) আহত হন। তাঁদের স্থানীয় উথুলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত এজাজ হোসেন জানান, ঢাকার বাসা থেকে তিনি বোন ও ভাগ্নেকে সঙ্গে নিয়ে বরিশালে গ্রামের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। গতকাল বৃহস্পতিবার রাতে তাঁরা ঢাকা থেকে হানিফ এন্টারপ্রাইজের একটি বাসে স্বরূপকাঠির উদ্দেশে রওনা হন। পাটুরিয়া ফেরিঘাটে এসে বাসটি যানজটে আটকে পড়ে। দীর্ঘ সময় বাস আটকে থাকায় আজ শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে তাঁরা বাস থেকে নিচে নামেন। হঠাৎ বাসটি সামনের দিকে এগিয়ে যেতে থাকলে তাঁরা দৌড়ে বাসে ওঠার চেষ্টা করেন। এ সময় পা ও হাত ফসকে তাঁরা নিচে পড়ে যান। তাঁদের মধ্যে দীঘি বাসের চাকার নিচে চলে গেলে ঘটনাস্থলেই মারা যান। পরে তাঁকে ও রামিমকে উদ্ধার করে পুলিশ স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাজমুল আহসান জানান, ময়নাতদন্তের জন্য লাশ মানিকগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনাস্থল থেকে বাসটি জব্দ করা হলেও চালক ও সহকারী পালিয়ে গেছে। এ ঘটনায় শিবালয় থানায় মামলা প্রক্রিয়াধীন আছে।