গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

Looks like you've blocked notifications!
সড়ক দুর্ঘটনায় আহত বাসযাত্রীদের গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়। ছবি : এনটিভি

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত ও ২৩ জন আহত হয়েছেন। এ ঘটনায় ঢাকা-খুলনা মহাসড়কে আড়াই ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। আজ সোমবার জেলার দুটি স্থানে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের সূত্রে জানা গেছে, কাশিয়ানী উপজেলার তিলছড়া এলাকায় গোপালগঞ্জগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী টমেটোভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের চালক হিটলার শেখ (৩৫) নিহত ও ২৫ যাত্রী আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর আমির আলী (৬৫) ও রেহানা বেগম (৪৫) নামের দুই যাত্রী মারা যান। মারাত্মক আহতদের গোপালগঞ্জ ও কাশিয়ানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অপরদিকে, আজ দুপুরে সদর উপজেলার উলপুরে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কে নসিমন উল্টে কমল বিশ্বাস (৬৫) নামের এক ব্যক্তি নিহত হন।  

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. জাকারিয়া বলেন, দুর্ঘটনার কারণে বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ থাকে। পরে ক্রেন দিয়ে দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক সরানো হলে ঢাকা-খুলনা মহাসড়কে আংশিক যান চলাচল শুরু হয়।