পুড়িয়ে হত্যার প্রতিবাদে যশোরে শিক্ষার্থীদের মানববন্ধন

Looks like you've blocked notifications!
কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে আগুন দেওয়ার ঘটনায় যশোর পুলিশ লাইন স্কুলের দশম শ্রেণির ছাত্রী মাইশা তাসনিম নিহতের প্রতিবাদে আজ সোমবার যশোর প্রেসক্লাবের সামনে শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধন করে। ছবি : এনটিভি

কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে আগুন দেওয়ার ঘটনায় যশোর পুলিশ লাইন স্কুলের দশম শ্রেণির ছাত্রী মাইশা তাসনিম নিহতের প্রতিবাদে যশোরে শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। 

আজ সোমবার সকালে যশোর প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে পুলিশ লাইন স্কুল, জিলা স্কুল, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ইসলামিয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও সেবা সংঘ স্কুলের শত শত শিক্ষক-শিক্ষার্থী মানববন্ধনে অংশ নেয়। 

মানববন্ধন চলাকালে যশোর পুলিশ লাইন স্কুলের প্রধান শিক্ষক এম এ আজিজ এনটিভিকে বলেন, দেশে যে নৈরাজ্যকর পরিস্থিতি চলছে, তারই শিকার হয়েছেন স্কুলছাত্রী মাইশা তাসনিম ও তার বাবা। তিনি প্রশ্ন রাখেন, রাজনৈতিক ক্ষমতার প্রতিযোগিতার রোষানলে আর কত মাইশাকে হারাতে হবে? এভাবে দেশ চলতে পারে না। এ জন্য আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করিনি।