জয়ের এক মাস পরই জেলা পরিষদ চেয়ারম্যানের মৃত্যু
নরসিংদী জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।
আজ বুধবার ভোর সাড়ে ৫টার দিকে নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়েন আসাদুজ্জামান। সেখান থেকে তাঁকে ঢাকার অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
আসাদুজ্জামান দুবার জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। গত ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত প্রথম জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে জয়লাভ করেন তিনি। এ ছাড়া তিনি দুবার নরসিংদী জেলা পরিষদ প্রশাসকের দায়িত্ব পালন করেছেন।
আসাদুজ্জামানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তাঁর জামাতা ও সংসদ সদস্য (এমপি) নজরুল ইসলাম বাবু। তিনি বলেন, ‘অ্যাডভোকেট আসাদুজ্জামান একটি আন্দোলন-সংগ্রাম ও বিপ্লবের নাম, যিনি চেয়েছিলেন পরিবর্তন। বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে দীর্ঘদিন তিনি কাজ করেছেন। জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। গত ২৮ ডিসেম্বর তিনি ভোটে জিতে জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।’
‘পরিবারের পক্ষ থেকে আল্লাহর কাছে দোয়া চাই। আল্লাহ যেন তাঁকে বেহেশত নসিব করেন।’ বলেন নজরুল ইসলাম বাবু।
চেয়ারম্যান আসাদুজ্জামানের মৃত্যুতে নরসিংদীজুড়ে নেমে আসে শোকের ছায়া। তাঁর প্রতি শোক ও শ্রদ্ধা জানাতে বাসভবনে যান জেলা ও দায়রা জজ ফাতেমা নজিবসহ বিচারিক অঙ্গনের জ্যেষ্ঠ কর্মকর্তা ও আইনজীবীরা।
আজ বুধবার বাদ আসর নরসিংদী মুসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে আসাদুজ্জামানের জানাজা অনুষ্ঠিত হবে। পরে রাঙামাটি কবরস্থানে তাঁকে সমাহিত করা হবে।