জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালনে বাধা, ভাঙচুর
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় পুলিশ ও ছাত্রলীগ-যুবলীগের কর্মীরা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৪তম মৃত্যুবার্ষিকীর কর্মসূচি পালন করতে দেয়নি বলে অভিযোগ করেছে বিএনপি। জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও রূপগঞ্জ থানা কমিটির সভাপতি কাজী মনিরুজ্জামান মনির আজ শুক্রবার এই অভিযোগ করেন।
কাজী মনির অভিযোগ করেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ শুক্রবার দুপুরে স্থানীয় বিএনপি দলটির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তাঁর ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার শান্তি কামনায় উপজেলার কাঞ্চনের বিরাবো সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করে। কিন্তু বৃহস্পতিবার রাত থেকেই সেখানে পুলিশ ও সরকারদলীয় সন্ত্রাসীরা অবস্থান নেয়। তারা স্কুলে প্যান্ডেল করতে দেয়নি। পরে কাঞ্চন এলাকায় ছাত্রদল নেতা আমিরুল ইসলামের বাড়ির পাশে ত্রিপল ও চেয়ার সাজিয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সেখানে আজ শুক্রবার জুমার নামাজের আগেই কর্মসূচি পালনের আগে ছাত্রলীগ ও যুবলীগ নামধারী একদল সন্ত্রাসী হামলা চালিয়ে চেয়ার ও প্ল্যাকার্ড ভাঙচুর করে এবং ব্যানার ছিঁড়ে ফেলে। পাশাপাশি পুলিশ আমিরুলের বাড়িতে অভিযান চালিয়ে একজন শিক্ষকসহ কয়েকজন নিরীহ মানুষকে হয়রানি করে।
এ ঘটনায় বিএনপি নেতাদের মধ্যে চরম উদ্বেগের সৃষ্টি হয়েছে। তাঁরা বলেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিয়ে সরকার গণতন্ত্রের প্রতি আঘাত হানছে।
এ ঘটনায় রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগ ও যুবলীগের কারো বক্তব্য পাওয়া যায়নি। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ফোন দিলেও তিনি ফোন ধরেননি।