পঞ্চগড়ে বজ্রপাতে নিহত ৪, আহত ৮
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নে বজ্রপাতে চারজন নিহত ও আটজন আহত হয়েছে। আজ শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন তেঁতুলিয়ার ভজনপুরের কলেজপাড়া এলাকার দুলালের ছেলে বাবু (২২), ভজনপুরের দুলুর ছেলে আজিজুল ইসলাম (৫০), দেবনগর ইউনিয়নের কমসের আলীর ছেলে শাহিনুর ইসলাম (৩০) ও দলুয়াপাড়া এলাকার তরিকুল ইসলাম (৩০)।
ভজনপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোস্তফা কামাল স্বপন জানান, হতাহত ব্যক্তিরা ভজনপুরের বিভিন্ন পাথর কোয়ারিতে পাথর উত্তোলনের কাজ করছিলেন। বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে আকস্মিক বজ্রপাতের ঘটনা ঘটলে ঘটনাস্থলেই চারজন মারা যান এবং আটজন আহত হন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে দ্রুত পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান।
আহত ব্যক্তিরা হলেন শফিকুল ইসলাম (৩০), আকবর হোসেন (৩০), শারমিন আক্তার (৩০), জাহিদুল ইসলাম (২৬), কমলা (৪৫), হোসেন আলী (৩৫), আকুন (৩০) ও মোস্তাফিজুর রহমান (২৬)। এঁদের সবার বাড়ি তেঁতুলিয়া উপজেলায়।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক এস এম মাহবুব উল আলম বজ্রপাতে চারজন নিহত ও আটজন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।