সবাইকে কাঁদিয়ে চিরনিদ্রায় নরসিংদী জেলা পরিষদের চেয়ারম্যান
আত্মীয়স্বজন, নেতাকর্মী, সমর্থকসহ অসংখ্য গুণগ্রাহীকে কাঁদিয়ে চিরনিদ্রায় শুয়ে আছেন নরসিংদী জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান অ্যাডভোকেট আসাদোজ্জামান। আজ বুধবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন জেলা আওয়ামী লীগের সাবেক এই সভাপতি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার ভোর সাড়ে ৫টার দিকে নরসিংদী শহরের রাঙ্গামাটি এলাকায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হন আসাদোজ্জামান। পরে ঢাকার অ্যাপোলো হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, দুই মেয়ে, জামাতা, নাতিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বিকেল সাড়ে ৫টায় শহরের মুসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে প্রথম জানাজা ও রাঙ্গামাটি কবরস্থানে দ্বিতীয় জানাজা শেষে সেখানে তাঁকে দাফন করা হয়। জানাজায় নরসিংদীর সর্বস্তরের প্রায় ২০ হাজার মানুষ অংশ নেয়।
এদিকে, জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আসাদোজ্জামানের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলীয় নেতারা।
জানাজায় উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য (এমপি) নজরুল ইসলাম হিরু বীর প্রতীক, সংসদ সদস্য নূরুল মজিদ মাহামুদ হুমায়ুন, সিরাজুল ইসলাম মোল্লা, কামরুল আশ্রাব খান পোটন ও সাবেক টেলিযোগাযোগমন্ত্রী রাজি উদ্দিন আহমেদ রাজু, সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার নওফেল আহাম্মেদ, পলাশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি আনোয়ারুল আশ্রাফ খান দিলীপ, সাবেক এমপি জহিরুল ইসলাম ভূইয়া, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মতিন ভূইয়া, নরসিংদী পৌরসভার মেয়র কামরুজ্জামন কামরুল, মাধবদী পৌরসভার মেয়র মোশারফ হোসেন মানিক, রাজিব আহাম্মেদ প্রার্থ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান, বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর এলাহীসহ আওয়ামী লীগ ও বিএনপির সর্বস্তরের নেতারা।
আসাদোজ্জামানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তাঁর জামাতা ও সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু। তিনি বলেন, ‘অ্যাডভোকেট আসাদোজ্জামান একটি আন্দোলন-সংগ্রাম ও বিপ্লবের নাম, যিনি চেয়েছিলেন পরিবর্তন। বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে দীর্ঘদিন তিনি কাজ করেছেন। জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। গত ২৮ ডিসেম্বর তিনি ভোটে জিতে জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।’ ‘পরিবারের পক্ষ থেকে আল্লাহর কাছে দোয়া চাই। আল্লাহ যেন তাঁকে বেহেশত নসিব করেন।’ বলেন নজরুল ইসলাম বাবু।
১৯৪৭ সালের ৩ জানুয়ারি নরসিংদীর চরাঞ্চল করিমপুর গ্রামে জন্মগ্রহণ করেন অ্যাডভোকেট আসাদোজ্জামান। তিনি নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক ছিলেন। রাজনৈতিক জীবনের পাশাপাশি তিনি আইন পেশায় সম্পৃক্ত ছিলেন। ১৯৭৮ সালের ৩ জানুয়ারি আইনজীবী হিসেবে সনদ গ্রহণ করেন। ১৯৭৮ সালের ২১ ডিসেম্বর তিনি জেলা আইনজীবী সমিতির সদস্য পদ লাভ করেন। পরে ১৯৮৫ সালে আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এবং ১৯৯২ ও ২০০৮ সালে সমিতির সভাপতি নির্বাচিত হন। দীর্ঘ ১১ বছর জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। ২০১৪ সালে তিনি জেলা আওয়ামী লীগের পদ থেকে সড়ে দাঁড়ান।