বরিশালে আদালত প্রাঙ্গণে থাকা ব্লাস্ট কার্যালয়ে আগুন
বরিশাল জেলা জজ আদালত প্রাঙ্গণে অবস্থিত বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বরিশাল আইনজীবী সমবায় সমিতি লিমিটেড ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত তালাবদ্ধ ওই কার্যালয়ে আজ শুক্রবার বেলা ১টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আদালত চত্বরের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মচারীরা জানান, আজ শুক্রবার দুপুর ১টার দিকে দোতলার তালাবদ্ধ কার্যালয় থেকে ধোঁয়া দেখে তাঁরা বিষয়টি জ্যেষ্ঠ আইনজীবীদের জানান। আইনজীবীরা ফায়ার সার্ভিসকে খবর দিলে তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে দরজা-জানালা ভেঙে আগুন নিয়ন্ত্রণে আনে।
ব্লাস্টের জেলা প্রকল্প কর্মকর্তা সাইদা তালুকদার জানান, কার্যালয়ের দুটি কক্ষের একটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে চারটি কম্পিউটার, ১৯৯৩ সাল থেকে সংরক্ষিত থাকা প্রায় দেড় হাজার মামলার নথি, চেয়ার, টেবিল, আলমারিসহ সব আসবাব পুড়ে গেছে।
বরিশাল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আলাউদ্দিন মিয়া জানান, খবর পেয়ে তাৎক্ষণিক তাঁরা ঘটনাস্থলে আসেন। তিনটি দলের ২০ জন সদস্য অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ কারণে আগুন অন্যত্র ছড়াতে পারেনি।
বিদ্যুতের তারগুলো পুরোনো থাকায় শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে জানান আলাউদ্দিন মিয়া।