কক্সবাজারে ইউপি সদস্যসহ দুজনকে হত্যা

কক্সবাজারে ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যসহ দুজনকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার পৃথক সময়ে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন জেলার মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউপি সদস্য ও ফোরকান আহমদের ছেলে মোহাম্মদ আলমগীর (৩৫) এবং সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের ঘোনারপাড়া এলাকার নূর আহমদের ছেলে মোস্তাক আহমদ (৪০)।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন জানান, আজ শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের দেবাঙ্গপাড়ায় মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন ইউপি সদস্য মোহাম্মদ আলমগীর। পথে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এ সময় ঘটনাস্থলে নিহত হন ইউপি সদস্য। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ওসি আলমগীর আরো জানান, নিহত আলমগীর মহেশখালীতে আলোচিত নেছার হত্যা মামলার আসামি। এলাকায় দুই পরিবারের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। হত্যাকাণ্ডের ঘটনায় নিহত আলমগীরের প্রতিপক্ষ স্থানীয় মাস্টার শাহ আলমকে (৪০) আটক করা হয়েছে। শাহ আলম একই এলাকার নসরত আলীর ছেলে।
অপরদিকে, আজ শুক্রবার বেলা ১২টার দিকে কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের আনোয়ারা বাজারে গুলি করে ও কুপিয়ে মোস্তাক নামে এক যুবককে হত্যা করে দুর্বৃত্তরা।
নিহত মোস্তাকের চাচা ইউছুফ আলী জানান, কয়েকদিন আগে স্থানীয় কয়েকজন দুর্বৃত্তের সাথে মোস্তাকের মালিকানাধীন দোকান নিয়ে ঝগড়াবিবাদ হয়। এর পর থেকে তাঁকে প্রতিনিয়ত হুমকি-ধমকি দেখাত ওই দুর্বৃত্তরা। ঘটনার কয়েকদিন আগে যাদের সাথে ঝগড়া হয়েছে তারাই মোস্তাককে হত্যা করেছে বলে তিনি অভিযোগ করেন।
এ ব্যাপারে কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মতিউল ইসলাম জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে আনা হয়েছে। নিহতের শরীরে গুলি ও ধারালো অস্ত্রের আঘাত দেখা গেছে। হত্যাকারীদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।