পূর্বধলায় ২০০ পরিবারের মধ্যে বিদ্যুতায়ন

Looks like you've blocked notifications!
নেত্রকোনার পূর্বধলা উপজেলার বৈরাটি ইউনিয়নের ব্রাহ্মণ কড়েহা গ্রামে আজ শুক্রবার সন্ধায় ২০০ পরিবারের মধ্যে পল্লী বিদ্যুতের সংযোগের উদ্বোধন করেন সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলাল বীর প্রতীক। ছবি : এনটিভি

নেত্রকোনার পূর্বধলা উপজেলার বৈরাটি ইউনিয়নের ব্রাহ্মণ কড়েহা গ্রামে ২০০ পরিবারের মাঝে পল্লী বিদ্যুতায়ন করা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় বিদ্যুতায়নের উদ্বোধন করেন সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলাল বীর প্রতীক।

৩৮ লাখ ১৮ হাজার টাকা ব্যয়ে বৈরাটি ইউনিয়নে ৩ দশমিক ৭৮৯ কিলোমিটার এই বিদ্যুৎ লাইন নির্মাণ করা হয়েছে। আবাসিক, বাণিজ্যিক, শিল্প ও সেচ সুবিধা সৃষ্টিতে প্রথম পর্যায়ে ১৫৪ জন গ্রাহককে বিদ্যুৎ সংযোগের আওতায় আনা হয়েছে।

বিদ্যুতায়ন উদ্বোধনের আগে ব্রাহ্মণ কড়েহা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বৈরাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী আহম্মদের সভাপতিত্বে এলাকার সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন পূর্বধলা উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন, নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির অতিরিক্ত মহাব্যবস্থাপক মো. আফজাল হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।