হাইমচরের চেয়ারম্যানের শাস্তি দাবি, তদন্ত শুরু

Looks like you've blocked notifications!
চাঁদপুরের হাইমচর উপজেলা পরিষদের চেয়ার‍ম্যান মো. নূর হোসেন পাটোয়ারীর শাস্তির দাবিতে ক্ষুব্ধ লোকজন বৃহস্পতিবার দুপুরে আলগী বাজার এলাকায় বিক্ষোভ করেন। ছবি : এনটিভি

স্কুলের শিক্ষার্থীদের ‘পদ্মা সেতু’ বানিয়ে জুতা পায়ে দিয়ে হাঁটার ঘটনায় চাঁদপুরের হাইমচর উপজেলা পরিষদের চেয়ার‍ম্যান মো. নূর হোসেন পাটোয়ারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে।

হাইমচরের ক্ষুব্ধ লোকজন আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে আলগী বাজার এলাকায় মানববন্ধন করেন। এতে নেতৃত্ব দেন হাইমচর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহজাহান মিয়া পেদা ও আলগী দক্ষিণ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল জলিল মাস্টার। মানববন্ধনের আগে ক্ষুব্ধ জনগণ আওয়ামী লীগ কার্যালয়ের আসবাবপত্র ভাঙচুর করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মানববন্ধনের আগে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী, শাহজাহান মিয়া ও আবদুল জলিল মাস্টারের সমর্থকরা ধাওয়া-পাল্টাধাওয়ায় লিপ্ত হয়। এ সময় দুই পক্ষই ইটপাটকেল ছোড়ে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে উপজেলা চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে প্রশাসন। তদন্ত দলের একমাত্র কর্মকর্তা অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) সরোয়ার জাহান বৃহস্পতিবার বিকেলে হাইমচরের নীলকমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক আবদুস সবুর মণ্ডল, পুলিশ সুপার শামসুন্নাহার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদ হোসেন।

সরোয়ার জাহান সাংবাদিকদের জানান, প্রাথমিকভাবে তদন্ত চলছে। যেহেতু অভিযুক্তরা নেই সেহেতু আত্মপক্ষের বক্তব্যের অপেক্ষায় থাকতে হচ্ছে। এখন পর্যন্ত শিক্ষার্থীদের কাছ থেকে প্রাথমিক তথ্য সংগ্রহ করা হয়েছে। শুক্রবার আরো সাক্ষ্য নেওয়া হবে।