মাগুরার প্রধান শিক্ষিকা হোসনে আরা জাহান আর নেই
মাগুরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষিকা হোসনে আরা জাহান (৬৩) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার বিকেল সাড়ে ৫টায় তিনি ঢাকা সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি বেশ কিছুদিন লিভার-সংক্রান্ত জটিল রোগে আক্রান্ত ছিলেন।
তিনি স্বামী, পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক এম আর খানের সহধর্মিণী ছিলেন।
গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে হেলিকপ্টারে তাঁর মৃতদেহ মাগুরায় আনা হয়। পরে কলেজপাড়ার স্বপ্ন বিলাসের বাসায় রাখা হয়।
দুপুর ২টায় মাগুরা সরকারি কলেজ মাঠ এবং বাদ আসর স্বামীর নিজ গ্রাম শ্রীপুর উপজেলার কমলাপুর কলেজ মাঠে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাঁর লাশ দাফন সম্পন্ন হয়।