বঙ্গবন্ধুর সমাধিতে চিফ হুইপের শ্রদ্ধা

টুঙ্গিপাড়ায় আজ বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন চিফ হুইপ আ স ম ফিরোজ। ছবি : এনটিভি
বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ। আজ শুক্রবার বেলা দেড়টার দিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় স্মৃতিসৌধের বেদিতে ফুল দেন তিনি।
পরে বঙ্গবন্ধু ও পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান ও টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিউল্লাহ উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের কেন্দ্রীয় সভাপতি আহম্মেদ সাইফুল রহমান ছোটনসহ অনেকেই।
এর আগে দুপুরে টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ বেদিতে সংগঠনের সভাপতি আবদুল মান্নান বিশ্বাসের নেতৃত্বে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ ১৭-২০তম সরকারি কর্মচারী পরিষদের নেতাকর্মীরা।