আইডিয়াল ল’ কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠিত

Looks like you've blocked notifications!
ড. শেখ সালাহউদ্দিন আহমেদকে (বাঁয়ে) আহ্বায়ক এবং মো. মনিরুল ইসলাম আকাশকে (ডানে) সদস্য সচিব করে রাজধানীর আইডিয়াল ল’ কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন করা হয়েছে। ফাইল ছবি

রাজধানীর আইডিয়াল ল’ কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠিত হয়েছে। প্রথমবারের মতো গঠিত অ্যাসোসিয়েশনের আহ্বায়ক হয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ড. শেখ সালাহউদ্দিন আহমেদ আর সদস্য সচিব হয়েছেন মো. মনিরুল ইসলাম আকাশ। ৩৫ সদস্যের কমিটির বাইরেও সাত সদস্যের একটি উপদেষ্টা কমিটি করা হয়েছে।

সম্প্রতি রাজধানীর ফার্মগেটের কাঁসুন্দী চায়নিজ রেস্তোরাঁয় আইডিয়াল ল’ কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের এক জরুরি সভা শেষে অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন সাউথ এশিয়ান ল’ ইয়ার্স ফোরামের সভাপতি ড. শেখ সালাহউদ্দিন আহমেদ। সভায় ১৭ ফেব্রুয়ারি সংগঠনের উদ্যোগে বার্ষিক বনভোজনের সিদ্ধান্ত হয়। আজ শনিবার সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

আইডিয়াল ল’ কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অন্যান্য নেতারা হলেন যুগ্ম আহ্বায়ক মো. এনামুল হক, এ এস এম শফিউল্লাহ শিবলী, মো. ছাকায়েত উল্লাহ ভূইয়া ছোটন, মো. আক্তার হোসেন ভূইয়া, মো. সুহেল ইসলাম খান, নূরে আলম বাবু, মো. জাহিদুল হক বাবু, তারিকুল ইসলাম মনা, মোহাম্মদ আলমগীর খান, জাহাঙ্গীর মাহমুদ পান্থ।

কমিটির সদস্যরা হলেন শারমিন সুলতানা হ্যাপি, মো. বজলুর রহমান ফকির, তাসলিমা ইয়াসমিন দীপা, আন্না খানম কলি, সামিনা আক্তার ময়না, ফাতেমা তুজ জোহরা মনি, মোহাম্মদ বিল্লাল হোসেন, মো. মিজানুর রহমান মিজান, রোকেয়া আক্তার রুকু, মো. আজিজুল হক ফরাজী, রুমানা ইসলাম সেরনিয়াবাত, মো. জুয়েল আহমেদ, মো. আজাদুল ইসলাম, মো. মাহাবুব মোর্শেদ আলো, মো. আল ফারহান পাভেল, মো. ছগীর আহমেদ, মো. জহিরুল ইসলাম, মো. আনোয়ার হোসেন, কাজী আকরামুল হুদা সুমন, মো. আনিছুর রহমান, মো. হারুন অর রশিদ, মো. জাহাঙ্গীর আলম জয় ও মো. জাহাঙ্গীর আলম।

অ্যাসোসিয়েশনের উপদেষ্টারা হলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ আইনজীবী শাহ মঞ্জুরুল হক, আইডিয়াল ল’ কলেজের প্রতিষ্ঠাতা বিশিষ্ট সমাজসেবক ড. আবদুল হালিম পাটোয়ারী, মেট্রোপলিস আইডিয়াল ল’ কলেজের অধ্যক্ষ এ এ এম মনিরুজ্জামান, আইডিয়াল ল’ কলেজের অধ্যক্ষ মো. আলমগীর হোসেন পাটোয়ারী, মেট্রোপলিস ল’ কলেজের উপাধ্যক্ষ এম এম বজলুর রশিদ ও মেট্রোপলিস আইডিয়াল ল’ কলেজের অধ্যাপক শোয়াইব মিয়া।

সভায় সংগঠনকে সময়োপযোগী ও গতিশীল করার জন্য সদস্যরা বিভিন্ন প্রস্তাব উপস্থাপন করেন এবং এর ওপর আলোচনা হয়। সভায় কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষকরা উপস্থিত ছিলেন।