রাজনীতি করতে হলে মার খেতে হবে : স্বাস্থ্যমন্ত্রী

Looks like you've blocked notifications!
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম গতকাল শুক্রবার বিকেলে সিরাজগঞ্জের তাড়াশ ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য দেন। ছবি : এনটিভি

বিএনপির উদ্দেশে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, এ দেশের জনগণ এখন আর হাওয়া ভবনের রাজনীতি চায় না। রাজনীতি করতে হলে রাস্তায় নামতে হবে। মার খেতে হবে।

গতকাল শুক্রবার বিকেলে সিরাজগঞ্জের তাড়াশ ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ নাসিম এসব কথা বলেন।

নির্বাচন ছাড়া বিএনপির কোনো বিকল্প নেই উল্লেখ করে ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেন, ২০১৯ সালে খালেদা জিয়াকে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই নির্বাচনে আসতে হবে। সেই নির্বাচনে উন্নয়ন ও জনগণের ভালোবাসা নিয়ে আওয়ামী লীগ আবার রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে। শেখ হাসিনাই হবেন প্রধানমন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সার্চ কমিটি গঠন হয়েছে। রাষ্ট্রপতি তাঁর সাংবিধানিক ক্ষমতাবলে তা করেছেন। যাঁদের নাম সার্চ কমিটিতে আছে তাঁরা সবাই খ্যতিমান ব্যক্তি। বিচারকরা কোনো দল করেন না। কোনো শিক্ষক কি দল করেন? তাঁরা পেশায় আছেন তাঁদের নিজেদের যোগ্যতাবলে। তাঁরা সবাই বাংলাদেশের মানুষের কাছে অত্যন্ত পরিচিত মুখ। তাঁরা নির্বাচন কমিশন গঠনের জন্য নাম ঠিক করে রাষ্ট্রপতির কাছে পাঠাবেন। এরপর রাষ্ট্রপতির গঠিত নির্বাচন কমিশনের অধীনেই বিএনপিকে নির্বাচন করতে হবে।

তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য গাজী ম. ম আমজাদ হোসেন মিলন ও স্বাস্থ্যমন্ত্রীর স্ত্রী বেগম লায়লা নাসিম। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল হান্নান, তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্চিত কুমার কর্মকার, জেলা আওয়ামী লীগের নেতা আবদুস সামাদ তালুকদার, হাজি ইসহাক আলী, দানিউল হক দানী, আবদুল হাকিম জিহাদ আল ইসলাম প্রমুখ।