নিহত সাংবাদিক শিমুলের স্ত্রীকে চাকরি দেওয়ার ঘোষণা দিলেন স্বাস্থ্যমন্ত্রী

Looks like you've blocked notifications!
সিরাজগঞ্জে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। ছবি : নিউজ রুম ফটো

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর মেয়রের ব্যক্তিগত শটগানের গুলিতে নিহত সাংবাদিক আবদুল হাকিম শিমুলের স্ত্রীকে সরকারি ওষুধ কোম্পানিতে চাকরি দেওয়া নিশ্চয়তা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে শাহজাদপুরে সাংবাদিক শিমুলের বাড়িতে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাতে গিয়ে মন্ত্রী এ ঘোষণা দেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, আগামী দু-তিন দিনের মধ্যে শিমুলের স্ত্রী নূরুন নাহার খাতুনকে সরকারি ওষুধ উৎপাদনকারী কোম্পানি এসেনসিয়াল ড্রাগসে নিয়োগ দেওয়া হবে। পরে তাঁকে আরো ভালো কোনো জায়গায় পোস্টিং দেওয়া হবে বলেও তিনি জানিয়েছেন। এ সময় মন্ত্রী নিহতের পরিবারকে এক লাখ টাকা অনুদান দেন। 

নাসিম আরো বলেন, ‘পেশাগত দায়িত্ব পালন করার সময় একজন সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে, এটা খুবই দুঃখজনক। হত্যাকারী যত ক্ষমতাধরই হোক না কেন, তাঁকে ছাড় দেওয়া হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এ ব্যাপারে কঠোর অবস্থানে রয়েছেন।’
  
এলাকাবাসী পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হালিমুল হক মীরুর বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়ার দাবি জানালে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এরই মধ্যে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন। খুব শিগগির গঠনতন্ত্র অনুযায়ী তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন, মন্ত্রীপত্নী লায়লা নাসিম, জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকা, অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) আবুল হাসনাত, উপজেলা নির্বাহী কর্মকর্তা আলীমুল রাজীব।