মোদির সফরে উচ্ছ্বসিত পঞ্চগড়ের ছিটমহল
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরে পঞ্চগড়ে আনন্দ মিছিল করেছে বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটি।
আজ শনিবার দুপুরে জেলার বোদা উপজেলার ভেতরে অবস্থিত ভারতীয় পুঠিমারী ছিটমহলসহ অন্য ছিটমহলগুলোতে এ উপলক্ষে আনন্দ মিছিল করা হয়।
সেই সঙ্গে ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে অভিনন্দনও জানান ছিটমহলের অধিবাসীরা।
নাগরিক সুবিধাবঞ্চিত এসব ছিটমহলের বাসিন্দারা মানুষ হিসেবে মর্যাদার সঙ্গে জীবন-জীবিকা নির্বাহের জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিল। মোদির সফরের মধ্য দিয়ে পঞ্চগড়ের ৩৬টি ছিটমহলের হাজার হাজার নারী-পুরুষ ও শিশু দীর্ঘদিনের বন্দিদশা থেকে মুক্তি পাচ্ছে।
গত মে মাসের শুরুর দিকে ভারত সরকার লোকসভা ও রাজ্যসভায় স্থলসীমান্ত চুক্তি বিল পাস করে। দেশটির রাষ্ট্রপতি প্রণব মুখার্জি চূড়ান্ত বিলে স্বাক্ষর করেন। আর নরেন্দ্র মোদির এ বাংলাদেশ সফরে তাঁদের সব ধরনের যন্ত্রণার অবসান হবে বলেই মনে করছেন ছিটমহলবাসী। আর এ উপলক্ষেই ছিটমহলগুলোতে চলছে আনন্দের বন্যা।