সাংবাদিক হত্যা : আটজনের রিমান্ডের আবেদন

Looks like you've blocked notifications!

দৈনিক সমকালের সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা প্রতিনিধি আবদুল হাকিম শিমুল হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় গ্রেপ্তার আটজনের সাত দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। 

আজ রোববার বিকেল ৩টার দিকে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মনিরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

শিমুল হত্যার ঘটনায় গ্রেপ্তার আটজন হলেন—শাহজাদপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হালিমুল হক মীরুর ছোট ভাই পাবনা জেলা জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাধারণ সম্পাদক হাবিবুল হক মিন্টু, ছোট ভাই হাসিবুল হক পিন্টু, পৌর এলাকার ছয়আনি গ্রামের করিম বক্সের ছেলে আওয়ামী লীগ নেতা কে এম নাসির উদ্দিন, বাড়াবিল গ্রামের আলমগীর হোসেন, নলুয়া গ্রামের আশরাফ ভূঁইয়া, নাজমুল খাঁ ও শক্তিপুর গ্রামের জহির শেখ ওনলুয়া গ্রামের আজহার আলীর ছেলে সাহেব আলী।

গত বৃহ্স্পতিবার শাহজাদপুর পৌর মেয়রের ব্যক্তিগত শটগানের গুলিতে দৈনিক সমকালের শাহজাদপুর উপজেলা প্রতিনিধি আবদুল হাকিম শিমুল গুরুতর আহত হন। পরে শুক্রবার দুপুরে বগুড়ার জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা নেওয়ার পথে বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় তাঁর মৃত্যু হয়।