রাষ্ট্রপতির সঙ্গে সার্চ কমিটির সাক্ষাতের তারিখ পুনর্নিধারণ
নির্বাচন কমিশন (ইসি) গঠন নিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সার্চ কমিটির সাক্ষাতের তারিখ পুনর্নিধারণ করা হয়েছে। আগামী ৭ ফেব্রুয়ারি সাক্ষাতের কথা থাকলেও তা একদিন এগিয়ে ৬ ফেব্রুয়ারি করা হয়েছে।
আজ রোববার রাতে রাষ্ট্রপতির কার্যালয়ের উপ-প্রেস সচিব মাহমুদুল হাসান এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, রাষ্ট্রপতির সঙ্গে সার্চ কমিটির সাক্ষাতের তারিখ পুনর্নিধারণ করে আগামীকাল ৬ ফেব্রুয়ারি করা হয়েছে। কাল সন্ধ্যা সাড়ে ৬টায় রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে সার্চ কমিটি।
এর আগে আজ বিকেলে রাষ্ট্রপতির কার্যালয়ের প্রেস সচিব জয়নাল আবেদীন ৭ ফেব্রুয়ারি রাষ্ট্রপতির সঙ্গে সার্চ কমিটির সাক্ষাতের কথা জানিয়েছিলেন।
বিকেলে রাষ্ট্রপতির কার্যালয় থেকে জানা যায়, ৭ ফেব্রুয়ারি বিকেল ৫টায় নির্বাচন কমিশন গঠন উপলক্ষে গঠিত সার্চ কমিটির সদস্যরা রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন। অপরদিকে ৬ ফেব্রুয়ারি (সোমবার) বিকেল ৫টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সার্চ কমিটির চূড়ান্ত বৈঠক অনুষ্ঠিত হবে।
এর আগে গত মঙ্গলবার ২৬টি রাজনৈতিক দল থেকে প্রাপ্ত নামের তালিকা যাচাই-বাছাই করে ২০ জনের একটি খসড়া তালিকা তৈরি করে সার্চ কমিটি। গত সোমবার দেশের ১২ বিশিষ্ট নাগরিকের সঙ্গে বৈঠক করে বিভিন্ন বিষয়ে পরামর্শ নেন কমিটির সদস্যরা।
বর্তমান সিইসি কাজী রকিবউদ্দীন আহমদের নেতৃত্বাধীন ইসির মেয়াদ শেষ হচ্ছে ৮ ফেব্রুয়ারি। অবশ্য একজন কমিশনার এ কে এম শাহনেওয়াজের মেয়াদ শেষ হবে ১৫ ফেব্রুয়ারি।