গাইবান্ধা-১ আসনে ভোট ২২ মার্চ

Looks like you've blocked notifications!

নিহত সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটনের গাইবান্ধা-১ আসনের ভোটগ্রহণ ২২ মার্চ।

বিদায়ের তিন দিন আগে এই উপনির্বাচনের তফসিল ঘোষণা করে কাজী রকিবউদ্দীন আহমদ কমিশনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি)।

তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ১৯ ফেব্রুয়ারি। দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই ২২ ফেব্রুয়ারি এবং মনোনয়নপত্র প্রত্যহারের শেষ দিন ১ মার্চ।

আজ রোববার বিকেলে ইসি সচিবালয়ের সচিব মোহাম্মদ আবদুল্লাহ স্বাক্ষরিত এক চিঠিতে এ তফসিল ঘোষণা করা হয়। নতুন কমিশন দায়িত্ব গ্রহণের পর ভোটগ্রহণ করবে।

রংপুর বিভাগীয় নির্বাচন কর্মকর্তা এই নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন বলে ইসি কর্মকর্তারা জানান। এই আসনে ভোটার রয়েছে তিন লাখ দুই হাজার ৮৫৩ জন।

গত ৩১ ডিসেম্বর সন্ধ্যায় গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের সাহাবাজ এলাকায় নিজ বাড়িতে দৃর্বৃত্তদের গুলিতে নিহত হন সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটন।