জাতীয় নেতা শহীদ কামারুজ্জামানের সহধর্মিণী আর নেই
মহান মুক্তিযুদ্ধের সংগঠক জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ এইচ এম কামারুজ্জামান হেনার সহধর্মিণী জাহানারা জামান আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গতকাল রোববার রাত সাড়ে ১২টার দিকে ঢাকার গুলশানের বাড়িতে জাহানারা জামানের মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।
জাহানারা জামান রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও মহানগর সভাপতি এ এইচ এম খায়রুজ্জামান লিটনের মা।
জাহানারা জামান দীর্ঘদিন থেকে ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। তিনি এ এইচ এম খায়রুজ্জামান লিটনসহ দুই ছেলে ও চার মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এ এইচ এম খায়রুজ্জামান লিটনের ব্যক্তিগত সহকারী মীর ইশতিয়াক লিমন জানান, জাহানারা জামানের মরদেহ আজ সোমবার ঢাকা থেকে রাজশাহীতে নেওয়া হবে। ছোট ছেলে দেশের বাইরে থাকায় এখনো জানাজার সময় নির্ধারণ হয়নি। তবে খবর পেয়ে এরই মধ্যে জিম্বাবুয়ে থেকে তিনি রওনা হয়েছেন। বাংলাদেশে পৌঁছালে জাহানারা জামানের জানাজা ও দাফনের সময় নির্ধারণ করা হবে।
মুজিবনগর অস্থায়ী সরকারের মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালনকারী এ এইচ এম কামারুজ্জামান হেনা ১৯৫১ সালে জাহানারা জামানকে বিয়ে করেন।
১৯৭৫ সালের ৩ নভেম্বর কামারুজ্জামানসহ জাতীয় চার নেতাকে কারাগারে হত্যা করা হয়।