এবারও বাদ পড়লেন আলী ইমাম মজুমদার
সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদারের নাম এবারও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে আসলেও রাষ্ট্রপতি তাতে অনুমোদন দেননি। রাষ্ট্রপতি নতুন নির্বাচন কমিশনে সিইসি হিসেবে নিয়োগ দিয়েছেন সাবেক সচিব খান মোহাম্মদ নূরুল হুদাকে।
আজ সোমবার রাত ৯টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব শফিউল আলম নতুন নির্বাচন কমিশনারদের নাম প্রস্তাব করেন।
নতুন সিইসি সাবেক সচিব খান মোহাম্মদ নুরুল হুদা (কে এম নুরুল হুদা) ১৯৭৩ ব্যাচের প্রশাসনিক ক্যাডার। তিনি বেশ কয়েকটি মন্ত্রণালয়ের সচিব ছিলেন। এ ছাড়া জেলার প্রশাসক হিসেবে ছিলেন ফরিদপুরের। দীর্ঘদিন ওএসডি থাকার পর ২০০৬ সালে সচিব হিসেবে অবসরে তিনি।
অপরদিকে আলী ইমাম মজুমদার ২০০৮ সালের নভেম্বরে নির্বাচনের আগে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে অবসরে যান। তিনি ১৯৭৭ ব্যাচের প্রশাসনিক কর্মকর্তা।
সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমান ২০১২ সালে নির্বাচন কমিশন গঠনের জন্য প্রথমবারের মতো সার্চ কমিটি গঠন করেছিলেন। সেই সার্চ কমিটি ওই বছরের ৭ ফেব্রুয়ারি সিইসি হিসেবে কাজী রকিবউদ্দীন আহমদ ও আলী ইমাম মজুমদারের নাম প্রস্তাব করেছিলো। বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছিলেন তৎকালীন মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসেন ভূইয়া।
পরে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ৮ ফেব্রুয়ারি কাজী রকিবউদ্দীন আহমদকে সিইসি হিসেবে নিয়োগ দেন।