সুনামগঞ্জে বজ্রপাতে দুই শিশুর মৃত্যু

সুনামগঞ্জের জামালগঞ্জ ও ধর্মপাশা উপজেলায় বজ্রপাতে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার বিকেল এসব ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো জামালগঞ্জের ভীমখালী ইউনিয়নের রুপাবালী গ্রামের আরিফ আলী ছেলে আফজল হোসেন (১২) ও ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানার চামরদানী ইউনিয়নের টেপিরকোনা গ্রামের হেফজুল মিয়ার মেয়ে ফুলফুটি (৯)।
আফজল সুনামগঞ্জ সদর উপজেলার জয়নগর বাজার হাজী গনি বক্স উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে পড়ত।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, আফজল হোসেন শনিবার বিকেলে তার মামার বাড়ি জামালগঞ্জের সাচনা বাজার ইউনিয়নের হরিপুর গ্রামের মাঠে ফুটবল খেলছিল। এ সময় বজ্রপাত হলে সে গুরুতর আহত হয়। সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, মাঠে ফুটবল খেলার সময় বজ্রপাতে দগ্ধ হয়ে আফজল হোসেনের মৃত্যু হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকেলে ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানাধীন টেপিরকোনা গ্রামের বাড়ির উঠানে খেলছিল ফুলফুটি। এ সময় আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মধ্যনগর থানার উপপরিদর্শক (এসআই) মুরাদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।