শিক্ষিকাকে হত্যার দায়ে পালক ছেলের ফাঁসি

Looks like you've blocked notifications!

ঠাকুরগাঁওয়ের শিক্ষিকা উম্মে কুলসুম (৬০) হত্যা মামলায় তাঁর পালক ছেলে ফয়সাল ইসলামকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। 

আজ সোমবার দুপুরে আসামির উপস্থিতিতে ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন এ রায় দেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ৮ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় ঠাকুরগাঁও শহরের আশ্রমপাড়া মহল্লার আইনজীবী বদিউজ্জামান বাদল চৌধুরীর স্ত্রী প্রাইমারি টিচার্স ইনস্টিটিউটের (পিটিআই) সাবেক সুপারিনটেনডেন্ট উম্মে কুলসুমকে শ্বাসরোধে হত্যা করে ফয়সাল ইসলাম।

এ ঘটনায় বদিউজ্জামান চৌধুরী বাদী হয়ে মামলা দায়ের করলে পরের দিন সদর উপজেলার ছোটবালিয়া গ্রাম থেকে ফয়সালকে গ্রেপ্তার করে পুলিশ।