নুরুল হুদা অতীতে জনতার মঞ্চের নেতা ছিলেন : দুদু

Looks like you've blocked notifications!
নতুন নির্বাচন কমিশন প্রসঙ্গে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। ছবি : এনটিভি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা অতীতে জনতার মঞ্চের নেতা ছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তবে নতুন নির্বাচন কমিশন গ্রহণযোগ্য কি না তা এখনই বলার সময় হয়নি বলে জানান তিনি। 

আজ মঙ্গলবার রাজধানীতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন শামসুজ্জামান দুদু।  

এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, ‘শোনা যাচ্ছে, চিফ ইলেকশন কমিশনার যিনি হয়েছেন তিনি অতীতে জনতার মঞ্চের একজন নেতা ছিলেন। তারপরও সামগ্রিকভাবে কথা বলার মতো পরিস্থিতিটা এখনো তৈরি হয়নি।’

শামসুজ্জামান দুদু আরো বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনার ও যাঁদেরকে সহযোগী করা হয়েছে, সেটি খুব শোভনীয় এবং গ্রহণযোগ্য এটি এই মুহূর্তে বলা যাচ্ছে না। আগামী দিনে তাঁরা যখন দায়িত্ব নেবেন, তখন তাঁদের ব্যাপারগুলো বিস্তারিতভাবে বলা যাবে।’