রাজশাহীতে যাত্রীবাহী বাসে পেট্রলবোমা, আহত ২

রাজশাহী মহানগরীর মতিহার থানা এলাকায় ঢাকা থেকে আসা শিশির পরিবহনের একটি যাত্রীবাহী বাসে পেট্রলবোমা ও ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসের দুই যাত্রী আহত হয়েছেন। আজ সোমবার রাত সোয়া ৯টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
বাসচালকের সহকারী সিরাজুল ইসলাম এনটিভিকে জানান, দুপুর ২টায় ঢাকার কল্যাণপুর থেকে যাত্রী নিয়ে রাজশাহীর উদ্দেশে রওনা দেয় বাসটি। রাত সোয়া ৯টার দিকে মতিহার থানার অক্ট্রয় মোড়ে পৌঁছালে দুর্বৃত্তরা বাসটিকে লক্ষ্য করে পেট্রলবোমা, ককটেল ও ইট নিক্ষেপ করে। এ সময় ইটের আঘাতে ফুলবাবু ও জিয়াউল ইসলাম নামে দুই যাত্রী আহত হন। জিয়াউলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন এনটিভিকে জানান, বাসে হামলার খবর পেয়ে পুলিশ দুইটি ফাঁকা গুলি ছুড়লে দুর্বৃত্তরা পালিয়ে যায়।