সাতক্ষীরায় পোশাকের দোকানে আগুন
সাতক্ষীরা শহরের লন্ডন প্লাজায় আগুনে পোশাকের দোকান পুড়ে গেছে। এতে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দোকানিরা জানিয়েছেন।
গতকাল শনিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে সাতক্ষীরা গার্মেন্ট নামে ওই দোকানে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের লোকজন এলেও ততক্ষণে ক্ষতি হয়ে যায়।
দগ্ধ দোকান মালিক শহীদুল ইসলামকে সাতক্ষীরা হাসপাতালে ভর্তি করা হয়েছে । এ ছাড়া তাঁর ছেলে শাওনসহ আরো দুজন আহত হন।
বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
এদিকে সংশ্লিষ্ট লোকজন অভিযোগ করে, আগুন লাগার পর ফায়ার সার্ভিসকে জানানো হলেও তারা দেরি করে আসে। তবে এ অভিযোগ অস্বীকার করে সাতক্ষীরা ফায়ার স্টেশনের উপসহকারী পরিচালক মতিয়ার রহমান বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে আনতে কম সময় লাগলেও ধোঁয়ার কারণে ক্ষতি বেশি হয়েছে। পুলিশের কাছ থেকে খবর পাওয়ার পর আমরা দ্রুত সেখানে পৌঁছাই।’