রাজশাহীতে দগ্ধ চালকের সহকারীর মৃত্যু

রাজশাহীতে ট্রাকে পেট্রলবোমা হামলার ঘটনায় দগ্ধ চালকের সহকারী শহিদুল ইসলাম (৩৫) সাতদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মারা গেছেন। আজ সোমবার বিকেল ৫টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত শহিদুল ইসলামের বাড়ি রাজশাহীর পবা উপজেলার মোল্লা ডায়িং এলাকায়। তিনি দুই মেয়ে ও এক ছেলের বাবা।
হাসপাতালের বার্ন ইউনিটের ইনচার্জ আফরোজা নাজনীন এনটিভিকে জানান, শহিদুলকে গত ২ ফেব্রুয়ারি রাতে ভর্তি করা হয়। তাঁর শ্বাসনালিসহ শরীরের ২৫ শতাংশ দগ্ধ হয়েছিল। শ্বাসনালি পুড়ে যাওয়ায় কারণেই তাঁকে বাঁচানো যায়নি। লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
ওই হামলায় দগ্ধ ট্রাকচালক সাইদুর রহমানও হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর বাড়ি একই উপজেলার আলীগঞ্জ এলাকায়। তাঁর দুই হাত, মুখ ও পায়ের কিছু অংশ পুড়ে গেছে। তবে তিনি এখন আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক।
গত ২ ফেব্রুয়ারি রাজশাহী নগরীর মোল্লাপাড়া বাইপাস সংলগ্ন ঠাকুরমারা এলাকায় রাত সাড়ে ৮টার দিকে একটি ট্রাকে পেট্রলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে চালক সাইদুর ও তাঁর সহকারী শহিদুল ইসলাম দগ্ধ হন।