ছাত্রদলের সাংগঠনিক সম্পাদকের জামিন

Looks like you've blocked notifications!

ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম নয়নকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট।

আজ বৃহস্পতিবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি আতাউর রহমান খানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এই আদেশের ফলে রবিউল ইসলাম নয়নের মুক্তিতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন তাঁর আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বশির উল্লাহ।

নয়নের জামিনের বিষয়ে খন্দকার মাহবুব হোসেন এনটিভি অনলাইনকে জানান, ২০১৫ সালের ৮ অক্টোবর রাজধানীর মগবাজারের ‘হোটেল বৈকালী’ থেকে নয়নকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের সময় তাঁর পায়ে গুলি করা হয়েছিল। পরে রমনা থানায় অস্ত্র আইনে তাঁর বিরুদ্ধে একটি মামলা করা হয়। ওই মামলায় তাঁকে আজ জামিন দেওয়া হলো।

খন্দকার মাহাবুব আরো জানান, এ মামলাসহ নয়নের বিরুদ্ধে আরো আটটি মামলা বিচারাধীন ছিল। সব মামলায় জামিন নিয়েছেন তিনি। ফলে তাঁর মুক্তিতে কোনো বাধা রইল না।