শিশু হত্যায় রোহিঙ্গাসহ ৩ জনের মৃত্যুদণ্ড

কক্সবাজারে শিশু হত্যার দায়ে তিনজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ রোববার দুপুরে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ সাদিকুল ইসলাম তালুকদার এই আদেশ দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন আবদুল খালেক, আবদুস শুকুর ও বাহাদুর মিয়া। খালেক ও শুকুর রোহিঙ্গার নাগরিক, দুজনের বাড়ি মিয়ানমারের মংডু থানায়। বাহাদুর মিয়ার বাড়ি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায়। আদালত জসিম উদ্দিন নামে অপর এক আসামিকে বেকসুর খালাস দিয়েছেন। আসামিরা সবাই পেশায় রিকশাচালক।
urgentPhoto
আদালতে সরকারপক্ষের কৌঁসুলি (পিপি) মমতাজ আহমদ জানান, কক্সবাজার শহরের নুনিয়াছড়ার বাসিন্দা নুরুল হকের সাত বছরের ছেলে হৃদয় মনি ২০১৩ সালের ৪ জুলাই স্কুলে যাওয়ার পথে অপহৃত হয়। পরে অপহরণকারীরা হৃদয় মনির বাবাকে মোবাইল ফোনে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এদিন সন্ধ্যায় নুরুল হক বড় ছেলেকে সঙ্গে করে মুক্তিপণের টাকা নিয়ে কক্সবাজারের সৈকত এলাকায় যান। মুক্তিপণের টাকা দেওয়ার সময় মধ্যস্থতাকারী জসিম উদ্দিনকে আশপাশের লোকজনের সহায়তায় আটক করেন তিনি। পরের দিন ৫ জুলাই সকালে কক্সবাজার সমুদ্রসৈকতের ওশান প্যারাডাইস পয়েন্টে হৃদয় মনির লাশ পাওয়া যায়। এ ব্যাপারে ওই দিনই কক্সবাজার সদর মডেল থানায় নুরুল হক বাদী হয়ে একটি হত্যা মামলা করেন।
পুলিশ ঘটনা তদন্ত করে চারজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। আদালত সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে এবং যুক্তিতর্ক শেষে আজ তিন আসামিকে দোষী সাব্যস্ত করে ফাঁসির আদেশ দেন।