মাগুরা প্রেসক্লাবের সহ-সভাপতির দাফন সম্পন্ন
মাগুরা প্রেসক্লাবের সহ-সভাপতি, কালের কণ্ঠ পত্রিকার আঞ্চলিক প্রতিনিধি, সাপ্তাহিক অঙ্গীকার পত্রিকার প্রকাশক ও সম্পাদক প্রবীণ সাংবাদিক আবুল খায়ের আবলুর (৭০) দাফন সম্পন্ন হয়েছে। মাগুরা সরকারি প্রাথমিক মাঠে বৃহস্পতিবার দুপুর ২টায় সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণে জানাজা শেষে ভায়না পৌর গোরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।
বুধবার দিবাগত রাত সোয়া ৩টায় মাগুরা শহরের পূর্বপাড়া নিজ বাসভবনে ডায়াবেটিস ও শ্বাসজনিত রোগে আক্রান্ত হয়ে আবুল খায়ের আবলু মারা যান। তিনি স্ত্রী ও এক পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি প্রায় একযুগ দৈনিক দিনকাল পত্রিকার জেলা প্রতিনিধির দায়িত্ব পালন করেছেন। তাঁর একমাত্র ছেলে ফেরদৌস হাসান চন্দন বর্তমানে ইন্ডিপেন্ডেন্ট টিভির সিনিয়র ক্যামেরাপারসন হিসেবে কর্মরত।
আবুল খায়ের আবলুর মৃত্যুতে মাগুরা প্রেসক্লাব গভীর সমবেদনা জানিয়েছে। এ ছাড়া তাঁর মৃত্যুতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ সাইফুজ্জামান শিখর ও বিএনপিদলীয় সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল গভীর শোক প্রকাশ করেছেন।
মরহুম আবুল খায়ের আবলু সাংবাদিকতার পাশাপাশি মাগুরা জেলা ক্রীড়া সংস্থা, শিল্পকলা একাডেমি, দিনান্ত ক্লাব এবং টাউন হল ক্লাবের সঙ্গে জড়িত ছিলেন।