সাগরে উদ্ধার ১৫০ জনকে বিজিবির কাছে হস্তান্তর

Looks like you've blocked notifications!
সাগরে উদ্ধারপ্রাপ্তদের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে বিজিবির কাছে হস্তান্তর করে মিয়ানমার কর্তৃপক্ষ। ছবি: এনটিভি

মিয়ানমারের জলসীমায় উদ্ধার হওয়া ১৫০ বাংলাদেশি অভিবাসীকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে মিয়ানমার। এ উপলক্ষে আজ সোমবার সকালে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী ঢেকুবনিয়া বিজিবি ও মিয়ানমারের অভিবাসন বিভাগের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

কক্সবাজার ১৭ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল খন্দকার সাইফুল আলম মিয়ানমার থেকে জানান, নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে বিজিবির কাছে অভিবাসীদের হস্তান্তর করেছে মিয়ানমার কর্তৃপক্ষ। তাদের নিয়ে আসার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

বৃষ্টির কারণে অভিবাসীদের নিয়ে আসতে খানিকটা বিলম্ব হতে পারে বলে জানান কর্নেল খন্দকার সাইফুল আলম। আজ রাত ৮টা নাগাদ উদ্ধারপ্রাপ্তরা কক্সবাজার পৌঁছাতে পারেন বলে জানিয়েছেন তিনি।

বৈঠকে বাংলাদেশের পক্ষে সাইফুল আলম ১০ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। মিয়ানমারের পক্ষে নেতৃত্ব দেন মংডু অভিবাসন বিভাগের উপপরিচালক সাউ নাইং। বৈঠকে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়, জেলা প্রশাসন ও পুলিশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

গত ২১ মে বঙ্গোপসাগরের মিয়ানমার জলসীমা থেকে ২০৮ জনকে উদ্ধার করেন দেশটির নৌবাহিনীর সদস্যরা। এর মধ্যে ১৫০ জন বাংলাদেশি নিশ্চিত হওয়ায় তাদের দেশে ফিরিয়ে আনা হচ্ছে।