শার্শায় ছাত্রলীগকর্মী খুন

Looks like you've blocked notifications!

যশোরের সীমান্তবর্তী উপজেলা শার্শার নাভারন এলাকায় পিটিয়ে ও অণ্ডকোষ চেপে ধরে এক কলেজছাত্রকে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে ওই কলেজছাত্রের ওপর হামলা হয়। পরে রাতেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

ওই ছাত্রের নাম বিপ্লব হোসেন (১৮)। তিনি শার্শার জিরেনগাছা গ্রামের নজরুল ইসলামের ছেলে।

পুলিশের ভাষ্য, নাভারন ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র বিপ্লব ছাত্রলীগের কর্মী ছিলেন।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, জিরেনগাছা গ্রামে আওয়ামী লীগের নেতা শাহানুর মেম্বারের পক্ষের সঙ্গে হাসান মেম্বারের পক্ষের বেশ কিছুদিন ধরে দ্বন্দ্ব চলছিল। এর জেরে সম্প্রতি শাহানুর মেম্বারের পক্ষের লোকজন হাসান মেম্বারের পক্ষের লোকজনকে মারপিট করে। এর প্রতিশোধ নিতে শনিবার রাতে হাসান মেম্বারের পক্ষের লোকজন শাহানুরের সমর্থক ছাত্রলীগকর্মী বিপ্লবের ওপর হামলা চালায়।

হামলাকারীরা লাথি-ঘুষি ও অণ্ডকোষ চেপে ধরে বিপ্লবকে গুরুতর আহত করে। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

ওসি আরো জানান, খুনিদের ধরতে অভিযান শুরু হয়েছে।  যশোর জেনারেল হাসপাতালের মর্গে তাঁর লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। লাশটি এখনো সেখানেই আছে।

বিপ্লব খুনের খবর ছড়িয়ে পড়লে তাঁর পক্ষের লোকজন নাভারন মোড়ে যশোর-বেনাপোল সড়ক অবরোধ করে। তারা রাস্তায় টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করতে থাকে। পরে পুলিশ গিয়ে বিক্ষুব্ধ লোকজনকে রাস্তা থেকে সরিয়ে দেয়।