‘রামপাল নিরাপদ দূরত্বে আছে’- এটা মিথ্যাচার : সুলতানা কামাল

Looks like you've blocked notifications!
সুন্দরবনসংলগ্ন চিলা বাজারে আজ রোববার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট সুলতানা কামাল। ছবি : এনটিভি

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র সুন্দরবন থেকে নিরাপদ দূরত্বে আছে- সরকারের পক্ষ থেকে বলা এমন কথা সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সহসভাপতি অ্যাডভোকেট সুলতানা কামাল।

আজ রোববার দুপুরে সুন্দরবনসংলগ্ন চিলা বাজারে অনুষ্ঠিত এক মহাসমাবেশে অংশ নিয়ে সাংবাদিকদের কাছে এ দাবি করেন সুলতানা কামাল। মোংলায় পশুর নদের ভাঙন ও দুই পাড়ের অধিবাসীদের রক্ষার দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।

সুলতানা কামাল বলেন, ‘আমাদের বলা হচ্ছে যে, সুন্দরবন থেকে এটা (রামপাল) নিরাপদ দূরত্বে আছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, সেটা কোনো সত্য ভাষণ নয়, সেটা মিথ্যাচার। এই মিথ্যাচার আমরা মেনে নিতে পারি না, কাজেই তাদের অবশ্যই সুন্দরবন যাতে ধংসপ্রাপ্ত না হয়, ক্ষতিগ্রস্ত না হয় সেটার ব্যবস্থা করে এমন কোনো জায়গায় এই প্রকল্প তারা সরিয়ে নিক যাতে আমরা নিশ্চিত হতে পারি যে সুন্দরবন বাঁচবে।’ 

‘সুন্দরবন এমন একটা সম্পদ এটা নিয়ে কোনোরকম ঝুঁকি আমরা নিতে পারি না। একটা বিজ্ঞানসম্মত পরিবেশ সমীক্ষা করে সরকারের এখানে সিদ্ধান্ত নেওয়া উচিত, যেটা সরকার করেনি। আমরা তাদের টেন্ডার বিশ্লেষণ করে দেখেছি, তাদের বিভিন্ন তথ্য-উপাত্ত, বিভিন্ন যে ডকুমেন্ট রয়েছে সবকিছুই আমরা বিশ্লেষণ করেছি।’

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের এ উপদেষ্টা বলেন, ‘আজকে তাঁরা বলছেন, আল্ট্রা সুপার ক্রিটিক্যাল টেকনোলজি দিয়ে করবেন, সেই ব্যাপারেও আমরা নিশ্চিত হতে পারছি না। আমরা যে কথাটা বারবারই বলছি যে, কয়লা বিদ্যুৎকেন্দ্র এখন হয়তো একটা বাস্তব গ্রহণযোগ্যতা পেতে পারে; এই মুহূর্তে যেহেতু আমাদের অন্য কোনো উৎস নেই যেখান থেকে আমরা বিদ্যুৎ পেতে পারি। কিন্তু সুন্দরবন থেকে সেটা অবশ্যই সরিয়ে নিতে হবে।’

মহাসমাবেশে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ওয়াটারকিপার্স বাংলাদেশর সমন্বয়কারী শরীফ জামিল, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ফারুক আহমেদ, সুন্দরবন একাডেমির মোংলার পরিচালক সুভাষ চন্দ্র বিশ্বাস ও মো. নূর আলম শেখ।