সুন্দরবনে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধ’, আটক ২

Looks like you've blocked notifications!

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে ‘জলদস্যু নুরু বাহিনী’র সঙ্গে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটেছে। এ সময় র‍্যাব সদস্যরা দুজনকে আটক করেছেন।

আজ সোমবার ভোরে সুন্দরবনের কলাগাছিয়া এলাকার পশুরতলা ভারানি খালে এই গোলাগুলি হয়। প্রায় দুই ঘণ্টা গোলাগুলির পর ওই দুই জলদস্যুকে আটক করা হয়।

আটক দুজন হলেন নুরু বাহিনীর প্রধান নুর হোসেন নুরু ও তাঁর সেকেন্ড ইন কমান্ড আব্বাস। সে সময় তাঁদের কাছ থেকে চারটি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও ৫০টি গুলি উদ্ধার করা হয়।

র‌্যাব ৮-এর সদস্য মেজর আদনান ঘটনাটি নিশ্চিত করেছেন। বিস্তারিত তথ্য র‍্যাবের পক্ষ থেকে পরে জানানো হবে।

র‍্যাবের বরাত দিয়ে সাতক্ষীরার শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, গোলাগুলির একপর্যায়ে দুই জলদস্যুকে আটক করে র‍্যাব। তবে অন্য জলদস্যুরা পালিয়ে  যেতে সক্ষম হয়।