ধর্ষণের দায়ে দুজনের যাবজ্জীবন

Looks like you've blocked notifications!

ধর্ষণের দায়ে দুই ব্যক্তিকে যাবজ্জীবন সাজা এবং এক লাখ টাকা করে জরিমানা করেছেন পাবনার একটি আদালত।

পাবনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক (জেলা জজ) গাজী রহমান আজ সোমবার বিকেলে এই রায় ঘোষণা করেন। এ সময় অভিযুক্তরা কাঠগড়ায় ছিলেন।

দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন, পাবনা শহরের দিলালপুর এলাকার বাসিন্দা জামাল উদ্দিন (৩২) এবং মুজাহিদ ক্লাব এলাকার বাসিন্দা শফি মিয়া (৩০)। এঁরা দুজনেই পাবনা শহরের রূপকথা রোডের আবাসিক হোটেল ছায়ানীড়ের কর্মচারী ছিলেন।

মামলার বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী আবদুস সামাদ খান রতন এনটিভি অনলাইনকে বলেন, ধর্ষণের শিকার ওই নারী ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার বাসিন্দা। তাঁর স্বামী পাবনার একটি হাসপাতালে ভর্তি ছিলেন। ২০০২ সালের ১১ মে সন্তান ও দেবরকে নিয়ে স্বামীকে দেখতে এসে পাবনা শহরের রূপকথা রোডের একটি আবাসিক হোটেলে উঠেন। তখনই জামাল উদ্দিন ও শফি মিয়া ওই নারীকে ধর্ষণ করেন। এ সময় তাঁর সন্তান ও দেবরকে অস্ত্রের মুখে অন্য একটি কক্ষে নিয়ে আটকে রাখেন আসামিরা।

এ ঘটনায় ধর্ষণের শিকার ওই নারীর দেবর এনায়েত হোসেন বাদী হয়ে ওই বছরের ১৩ মে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। ২২ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত জামাল ও শফিকে এ দণ্ডাদেশ দেন।

মামলায় আসামিপক্ষে আইনজীবী ছিলেন সনৎ কুমার সরকার।