দেশ চরম সংকটে : এরশাদ
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘দেশ এখন চরম সংকটের মধ্যে রয়েছে। দেশের মানুষ এখন বিরক্তিকর জীবনযাপন করছেন। বিএনপির পর আওয়ামী লীগের চলমান শাসনামলে স্বস্তিতে নেই সাধারণ মানুষ। তাই এদের থেকে মুক্তি চায় জনতা।’
বরিশাল মহানগর জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে আজ সোমবার এসব কথা বলেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত। নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে বেলা সাড়ে ১১টায় সম্মেলন উদ্বোধন করেন এরশাদ।
এ সময় জাতীয় পার্টির চেয়ারম্যান আরো বলেন, ‘এখন নারীর কোনো নিরাপত্তা নেই। পত্রিকা আর টেলিভিশন খুললেই দেখা যায় নারী নির্যাতন আর ধর্ষণের খবর। অথচ জাতীয় পার্টির সরকারের সময় এমন অবস্থা ছিল না। তাই জনতার সমর্থন নিয়ে জাতীয় পার্টি ফের ক্ষমতায় আসবে।’
এ সময় আগামী নির্বাচনে জাতীয় পার্টিকে ভোট দেওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান সাবেক এই রাষ্ট্রপতি।
সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক এ কে এম মুরতজা আবেদীনের সভাপতিত্বে সম্মেলনে আরো বক্তব্য দেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, পানিসম্পদমন্ত্রী ও জাপার প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদ, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, জাপার প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু প্রমুখ।
সম্মেলন নিয়ে জাতীয় পার্টির দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। সকাল ১০টায় এরশাদের অবস্থানস্থল বরিশাল সার্কিট হাউসের সামনে জেলা জাপার সাবেক সভাপতি অধ্যাপক মহসিন উল ইসলামের সমর্থকরা কাফনের কাপড় পরে বিক্ষোভ প্রদর্শন করে।
কিন্তু তারা সেখানে বেশিক্ষণ থাকতে পারেননি। পুলিশ গিয়ে তাদের সরিয়ে দেয়।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখায়াত হোসেন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।