নাতিকে স্কুলে দিতে গিয়ে লাশ হলেন দাদি
ঢাকা-মাওয়া মহাসড়কে মুন্সীগঞ্জের লৌহজংয়ে আজ বুধবার বাসচাপায় নিহত হয়েছেন এক বৃদ্ধা। এ ঘটনায় ওই সড়কে বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকায় যানজটের সৃষ্টি হয়।
এ ছাড়া খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও মাহেন্দ্রর সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দুজন।
মাওয়া নৌ-ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. ইউসুফ এনটিভিকে জানান, সকাল সাড়ে ১০টায় নাতি হাবিবকে (৭) দক্ষিণ শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিতে যাচ্ছিলেন দাদি মালেকা বানু (৫৫)।
লৌহজংয়ের শিমুলিয়া ফেরিঘাটের কাছে একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন মালেকা বানু। আহত হাবিবকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ঘটনায় ওই সড়কে যানজট সৃষ্টি হলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান এসআই ইউসুফ।
এদিকে খাগড়াছড়ি সদর থানার ওসি মিজানুর রহমান জানান, সকাল ৯টার দিকে সিএনজিচালিত অটোরিকশাটি পানছড়ি উপজেলা থেকে খাগড়াছড়ি জেলা শহরে আসার পথে দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই পানছড়ি উপজেলার শনটিলা এলাকার বাসিন্দা সুলতান আহমেদ (৪৫) নিহত হন।
এ ঘটনায় আহত দুই অটোরিকশাযাত্রীকে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।