কুড়িগ্রামে ঝড়ের আঘাতে দুই শতাধিক বাড়ি লণ্ডভণ্ড
ঝড়ের আঘাতে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার পাঁচ গ্রামের দুই শতাধিক বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান লণ্ডভণ্ড হয়ে গেছে। ঝড়ে আহত হয়েছেন ২০ জন। এসব গ্রামের প্রায় দুই হাজারেরও বেশি মানুষ এখন বিধ্বস্ত বাড়িঘরে এবং খোলা আকাশের নিচে বাস করছে।
গত রোববার রাত ১১টার দিকে ভুরুঙ্গামারী উপজেলার পাইকের ছড়া ইউনিয়নের ছিট পাইকের ছড়া ও সোনাহাট ইউনিয়নের গনাইরকুটিসহ পাঁচটি গ্রাম ও সোনাহাট ব্রিজপাড় বাজারের ওপর দিয়ে এ ঝড় বয়ে যায়।
ঝড়ের আঘাতে মুহূর্তের মধ্যে লণ্ডভণ্ড হয়ে যায় গ্রামের ঘরবাড়ি ও গাছপালা। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সবকিছু হারিয়ে খোলা আকাশের নিচে অবস্থান করছে। আজ সোমবার সকালে এসব মানুষের মাঝে শুকনো খাবার ও খিচুরি বিতরণ করেছে উপজেলার অন্যান্য এলাকার বাসিন্দারা।
ভুরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু হায়াত মো. রহমতুল্লা জানান, দুর্গতদের পরিবারপ্রতি ৩০ কেজি করে চাল দেওয়া হবে এবং ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা করে পুনর্বাসনে সহায়তা করা হবে।