অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদে কুড়িগ্রামে শিক্ষার্থীদের সড়ক অবরোধ
স্নাতক (ডিগ্রি) প্রথম বর্ষের ফরম পূরণে অতিরিক্ত টাকা নেওয়ার প্রতিবাদে সড়ক অবরোধ করেছে কুড়িগ্রাম সরকারি কলেজের ছাত্রছাত্রীরা।
আজ মঙ্গলবার বিকেলে কলেজ গেটে কুড়িগ্রাম-চিলমারী সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করা হয়। পরে পুলিশ এসে ছাত্রদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
শিক্ষার্থীরা জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সার্কুলার অনুযায়ী ডিগ্রি প্রথম বর্ষের ফরম পূরণে এক হাজার ৫০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। কিন্তু এর বিপরীতে কলেজ কর্তৃপক্ষ দুই হাজার ৫৭৫ টাকা আদায় করছে। অনতিবিলম্বে অতিরিক্ত ফি প্রত্যাহারের দাবি জানান তাঁরা।
তবে কলেজের সহযোগী অধ্যাপক মোস্তাফিজুর রহমান এনটিভি অনলাইনকে বলেন, ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থীদের কাছ থেকে ফরম পূরণের টাকার সাথে বকেয়া বেতন আদায় করা হচ্ছে।