লাল-সবুজের পতাকা নিয়ে ছিটমহলে শোভাযাত্রা
ছিটমহল বিনিময়ে বাংলাদেশের নাগরিক হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়ে বিজয় মিছিল ও আনন্দ-উল্লাসে মেতে উঠেছে কুড়িগ্রামের অভ্যন্তরে ১২টি ছিটমহলের মানুষ।
আজ মঙ্গলবার দুপুরে ফুলবাড়ী উপজেলার দাসিয়ার ছড়া ছিটমহলের কালির হাট বাজারে হাজার হাজার ছিটমহলবাসী মিলিত হয়ে আনন্দ-উল্লাস করে। পরে একটি লাল-সবুজের পাতাকা নিয়ে একটি শোভাযাত্রা ছিটমহল ঘুরে ফুলবাড়ী উপজেলা সদরের শহীদ মিনারে সমাবেশ করে।
এ সময় বক্তব্য দেন বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির সভাপতি মো. মঈনুল হক, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ও দাসিয়ার ছড়া ছিটমহলের সভাপতি মো. আলতাব হোসেন প্রমুখ।
সমাবেশে বক্তারা ছিটবাসীকে ৬৮ বছরের বন্দিদশা থেকে মুক্তি দেওয়ায় দুই দেশের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান।
ছিটমহলের বিজয় উৎসব উপলক্ষে দাসিয়ার ছড়ায় গরু ও খাসি জবাই করে ভূড়িভোজেরও আয়োজন করা হয়।