নির্বাচন প্রতিহত করার ক্ষমতা বিএনপির নেই : কাদের
আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ না নিলেও নির্বাচন প্রতিহত করার ক্ষমতা তাদের নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রাজশাহীতে তিনদিনব্যাপী বিভাগীয় ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন শেষে আজ শুক্রবার দুপুরে সাংবাদিকদের এ কথা বলেন ওবায়দুল কাদের।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘৫ জানুয়ারিও তারা প্রতিহত করতে পারেনি। বিএনপির নির্বাচন প্রতিহত করার কোনো ক্ষমতা নেই। বাংলাদেশের জনগণ শেখ হাসিনার সঙ্গে আছে।’
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে আদালতে চলমান দুর্নীতি মামলার রায় নিয়ে বিএনপির আগাম আশঙ্কা প্রসঙ্গেও কথা বলেন ওবায়দুল কাদের। তিনি আদালতের রায়ের জন্য বিএনপি নেতাদের অপেক্ষা করার পরামর্শ দিয়ে বলেন, আদালতের রায় উপেক্ষা করার ক্ষমতা কারো নেই।
রাজশাহী কলেজ মাঠে আয়োজিত ডিজিটাল উদ্বোধনী মেলায় বিশেষ অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুজ্জামান লিটন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান।
আগামী রোববার পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে এ মেলা। মেলায় রাজশাহী বিভাগের আট জেলার বিভিন্ন সরকারি দপ্তর, সেবা খাত, তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ৬৫টি স্টল রয়েছে।