নাট্যকর্মী হোসাইন আল মাকসুদ পাট্টু আর নেই
নাট্যকর্মী হোসাইন আল মাকসুদ পাট্টু হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৩৪।
হোসাইন আল মাকসুদ পাট্টু আজ শুক্রবার দুপুর ১টা ৩০ মিনিটে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন। বিকেলে তাঁর মরদেহ মুন্সীগঞ্জে নেওয়া হয়।
হোসাইন আল মাকসুদ সঞ্চালক নাট্যচর্চা কেন্দ্রের কোষাধ্যক্ষ ছিলেন। এ ছাড়া দেশের বাইরে সাংস্কৃতিক ক্ষেত্রে সুনাম অর্জন করেন তিনি। প্রথম মুন্সীগঞ্জ থিয়েটারে যোগদান করে সঞ্চালক নাট্যচর্চা কেন্দ্রের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে যোগ দেন তিনি।
পাহারাদার, লালবানু, দাবি, টুল, খুন, পটলাসহ অসংখ্য নাটকে অভিনয় করে খ্যাতি অর্জন করেন হোসাইন আল মাকসুদ।