সম্পর্কের ফাঁদে ফেলে মুক্তিপণ আদায়, আটক ৮
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মোবাইল ফোনে প্রেমের ফাঁদে ফেলে ব্যবসায়ীদের আটক করে মুক্তিপণ আদায়ের অভিযোগে তিন নারীসহ আটজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আজ মঙ্গলবার দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজীনগর এলাকায় অবস্থিত র্যাব ১১-এর প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন ফতুল্লার আব্দুল হালিম, সোনারগাঁওয়ের রঞ্জিতা ও আব্দুল হক, কুমিল্লার তানিয়া, সিদ্ধিরগঞ্জের তারেক, মুন্সীগঞ্জের রানা, সিদ্ধিরগঞ্জের জসিম উদ্দিন ও একই এলাকার সালাহউদ্দিন।
সংবাদ সম্মেলনে র্যাব জানায়, চক্রটি দীর্ঘদিন ধরে তাদের নারী সদস্যদের মাধ্যমে মোবাইল ফোনে প্রেমের ফাঁদ পেতে ব্যবসায়ী ও বিত্তশালী ব্যক্তিদের সাথে সম্পর্ক গড়ে তুলত। পরে দেখা করার নামে তাদের ডেকে এনে আটকে রেখে বিকাশের মাধ্যমে মোটা অঙ্কের মুক্তিপণ আদায় করত।
এ ধরনের অভিযোগের ভিত্তিতে গতকাল সোমবার গভীর রাতে র্যাবের একটি গোয়েন্দা দল অভিযান চালিয়ে প্রযুক্তির সহায়তায় তাদের গ্রেপ্তার করে বলে জানায় র্যাব।