ডা. জাফরুল্লাহর এক ঘণ্টার সাজা

Looks like you've blocked notifications!
ডা. জাফরুল্লাহ চৌধুরী। ফাইল ছবি

ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যানের সাজার বিষয়ে উদ্বেগ জানিয়ে বিবৃতি দেওয়ায় গণস্বাস্থ্য ট্রাস্টের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীকে ট্রাইব্যুনাল চলাকালীন এক ঘণ্টা সাজা এবং পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অনাদায়ে আরো এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ বুধবার সকালে বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ এ রায় দেন। রায় অনুযায়ী, জাফরুল্লাহকে এক ঘণ্টা আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে থাকতে হবে।

বিবৃতিদাতা অপর ২২ জন বিশিষ্ট নাগরিককে এই আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এর আগে গত ২৩ ফেব্রুয়ারি আরো ১৫ জনকে একই অভিযোগ থেকে অব্যাহতি দেন ট্রাইব্যুনাল।