ক্ষেতলাল আ. লীগের সভাপতির ইন্তেকাল
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বড়াইল ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান খলিলুর রহমান সরদার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার ভোরে ঢাকার স্কয়ার হাসপাতালে খলিলুর রহমান সরদার মারা যান। তাঁর বয়স হয়েছিল ৫৪ বছর। তিনি দুই স্ত্রী, তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও লিভারের সমস্যায় ভুগছিলেন।
আজ বিকেল ৫টার দিকে ঢাকা থেকে খলিলুর রহমান সরদারের মরদেহ ক্ষেতলালে পৌঁছায়। তাঁকে এক নজর দেখার জন্য তাঁর দীর্ঘদিনের সহকর্মীসহ হাজার হাজার রাজনৈতিক কর্মী, সমর্থক, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ী ভিড় করে।
আগামীকাল সোমবার দুপুর ২টায় ক্ষেতলাল মডেল পাইলট স্কুল অ্যাড কলেজ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে ভাশিলা মহল্লায় পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হবে।
আওয়ামী লীগ নেতা খলিলুর রহমান সরদারের মৃত্যুতে শোক জানিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সামছুল আলম দুদু, জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান রকেট, জয়পুরহাট পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, পাঁচবিবি পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব। তাঁরা শোকার্ত পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন।