আল্লামা শফী মালয়েশিয়ার হাসপাতালে ভর্তি

Looks like you've blocked notifications!
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী। পুরোনো ছবি

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অসুস্থ অবস্থায় স্থানীয় সময় গতকাল রোববার দুপুরে আহমদ শফীকে মালয়েশিয়ার কুয়ালালামপুরের প্রিন্সকোট হাসপাতালে ভর্তি করা হয়।

বার্ধক্যজনিত শারীরিক দুর্বলতার কারণে চিকিৎসকদের পরামর্শে তাঁকে মালয়েশিয়ার হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে বলে এনটিভি অনলাইনকে জানিয়েছেন হেফাজতের প্রচার সম্পাদক মাওলানা মনির আহমেদ।

প্রচার সম্পাদক আল্লামা শফীর পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চান।

এর আগে ২০১৫ সালে আরেকবার গুরুতর অসুস্থ হয়েছিলেন আল্লামা শফী। ওই সময়ে তাঁর অবস্থা গুরুতর হওয়ায় চট্টগ্রাম নগরের সেন্টার ফর স্পেশালাইজড কেয়ার অ্যান্ড রিসার্চ (সিএসসিআর) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেওয়া হয়েছিল।