কেয়ামতের আলামত চলছে : সৈয়দ আশরাফ
সুপেয় পানি পেতে দল-মত নির্বিশেষে সবার সহযোগিতা কামনা করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি বলেন, ‘সুপেয় পানির ক্ষেত্রে এখন কেয়ামতের আলামত চলছে।’
আজ বুধবার সকালে নগরীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে চট্টগ্রাম ওয়াসার মদুনাঘাট পানি শোধনাগার নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেন সৈয়দ আশরাফ।
সুপেয় পানি পরিস্থিতি ভয়াবহ উল্লেখ করে স্থানীয় সরকারমন্ত্রী আরো বলেন, এ নিয়ে কাজ করার সময় ক্রান্তিলগ্নে এসে পৌঁছেছে। পানি সংকট সবার উল্লেখ করে এ সংকট নিরসনে দল-মত নির্বিশেষে সবার সহযোগিতা চান তিনি।
এ সময় অতিথি বক্তা ও সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরী পানি শোধনাগার নির্মাণের কাজ ভিত্তিপ্রস্তর স্থাপন পর্যন্ত সীমাবদ্ধ না রেখে বাস্তবায়নের আহ্বান জানান।
অনুষ্ঠানে বক্তারা দেশে সুপেয় পানির সংকট বেড়ে চলেছে উল্লেখ করে এ ব্যাপারে সরকারের দ্রুত পদক্ষেপের ওপর গুরুত্বারোপ করেন।
চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও চট্টগ্রাম সিটি করপোরেশনের বর্তমান মেয়র আ জ ম নাছির উদ্দীন।