দিনাজপুরে গাছের সঙ্গে বাসের ধাক্কা, নিহত ৩
দিনাজপুরের ঘোড়াঘাটের রানীগঞ্জ রেশমার মোড়ে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ২০ জন।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহেদুজ্জামান চৌধুরী জানান, ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা থেকে দিনাজপুরগামী ইনসাফ স্পেশালের যাত্রীবাহী বাসটি ঘোড়াঘাট-দিনাজপুর সড়কের রানীগঞ্জ রেশমার মোড়ে আরেকটি বাসকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এত দুই বাসযাত্রী ঘটনাস্থলেই নিহত হন। হাসপাতালে নেওয়ার পথে আরেকজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে বাসচালক সুলতান ও বাসযাত্রী রায়হানের নাম জানা গেছে।
আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর বলে চিকিৎসক জানিয়েছেন।